কলা অনুষদ (১৯২১)
কলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোর মধ্যে প্রাচীনতম ও সর্ববৃহৎ। এই অনুষদে বিভাগের সংখ্যা ১৭। বিভাগগুলো হলো : বাংলা, ইংরেজী, আরবী, উর্দু, ফারসি ভাষা ও সাহিত্য, সংস্কৃত, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ, সংগীত, ভাষাবিজ্ঞান, বিশ্বধর্ম ও সংস্কৃতি এবং নৃত্যকলা বিভাগ। বিভাগগুলির একাডেমিক কার্যক্রম কলা অনুষদের মাধ্যমে সম্পন্ন হয়। এ অনুষদে শিক্ষার্থীর সংখ্যা ৭৭৭৯। উল্লিখিত ১৭ টি বিভাগে প্রতি শিক্ষাবর্ষে ১৬৬২ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। কর্মরত সম্মানিত শিক্ষকের সংখ্যা ৩৮৫ জন।
কলা অনুষদের বিভাগসমূহে ‘খ’ ইউনিটের মাধ্যমে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। এ ছাড়াও কলা অনুষদের ব্যবস্থাপনায় সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত-অর্থনীতি, লোকপ্রশাসন, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, নৃবিজ্ঞান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, পপুলেশন সায়েন্সেস, টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি, ক্রিমিনোলজি এবং যোগাযোগ বৈকল্য বিভাগ; আইন অনুষদের আইন বিভাগ; জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগ; আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং পাঁচটি ইনস্টিটিউট যথা-সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট-এ ‘খ’ ইউনিটের মাধ্যমে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ছাত্র-ছাত্রীদের ভর্তি করা হয়।
কলাভবনের বিভিন্ন অনুষদের জন্য শ্রেণিকক্ষ বণ্টন, মিড-টার্ম ও সেমিস্টার ফাইনাল পরীক্ষার কক্ষ বন্টনসহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কাজ এ অনুষদের মাধ্যমে হয়ে আসছে। কলাভবন ও লেকচার থিয়েটার ভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব অনেকাংশে কলা অনুষদের ডিন পালন করেন। এ অনুষদ থেকে বাংলা ও ইংরেজি ভাষায় দুটি গবেষণা পত্রিকা প্রকাশিত হয়। কলা অনুষদের উদ্যোগে কলাভবন ও লেকচার থিয়েটার ভবনে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা হয়েছে। অনুষদের সব বিভাগীয় অফিস, সেমিনার এবং শিক্ষকবৃন্দের চাহিদা অনুযায়ী তাঁদের অফিস-কক্ষে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট-এর পরিধি সম্প্রসারণ ও মানোন্নয়ন প্রক্রিয়াধীন। কলা অনুষদের বিভাগগুলোতে অনেক দিন ধরেই কোর্স পদ্ধতির পরিবর্তে সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে। পরীক্ষার ফল ব্যবস্থাপনায় প্রবর্তন করা হয়েছে লেটার গ্রেড ও সিজিপিএ পদ্ধতি।
ঐতিহাসিক বটতলা ও অপরাজেয় বাংলা এ অনুষদ ক্যাম্পাসেই অবস্থিত, যা রক্ষণাবেক্ষণের দায়িত্বও প্রধানত এ অনুষদের। এছাড়া এ ক্যাম্পাসের সন্নিকটে রয়েছে ঐতিহাসিক মধুর ক্যান্টিন, ডাকসু ভবন ও কেন্দ্রীয় লাইব্রেরি। শিখ ধর্মাবলম্বীদের পবিত্র উপসনালয় গুরুদুয়ারা নানকশাহী এ ক্যাম্পাস সংলগ্ন।
উল্লেখ্য, ঐতিহাসিক কলাভবন ও লেকচার থিয়েটারের পূর্ণাঙ্গ মেরামত ও সংস্কার কাজের জন্য ২০১৫-২০১৬ অর্থ বছরে শিক্ষা মন্ত্রণালয়ের অনুন্নয়ন বাজেট থেকে ৯,৯০,০০০০০ (নয় কোটি নব্বই লক্ষ) টাকার ব্যয় সংবলিত কর্মসূচি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত কার্যক্রম বাস্তবায়ন করছে। সংস্কার কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।
ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন আলোচ্য শিক্ষাবর্ষে (২০১৬-২০১৭) নির্বাচিত ডিন-এর দায়িত্ব পালন করেন।
Faculty of Arts (1921)
The Faculty of Arts, the largest in the University, consists of seventeen departments : Department of Bangla, Department of English, Department of History, Department of Islamic History and Culture, Department of Philosophy, Department of Information Science and Library Management, Department of Arabic, Department of Islamic Studies, Department of Sanskrit, Department of Persian Language and Literature, Department of Pali and Buddhist Studies, Department of Urdu, Department of Linguistics, Department of Theatre and Performance Studies, Department of Music, Department of World Religions and Culture and Department of Dance . The academic activities of these departments are conducted by the Faculty of Arts. The Faculty of Arts has 7779 students. 1662 students are enrolled every academic year. 385 teachers are currently working in this faculty.
The admission of students into 1st year Honours classes in the Departments of the Arts Faculty is conducted through ÔKha Unit’, Besides the admission of students into 1st year Honours classes in the Department of Economics, Department of Political Science, Department of Public Administration, Department of Sociology, Department of Mass Communication and Journalism, Department of International Relations, Department of Anthropology, Department of Peace and Conflict Studies, Department of Development Studies, Department of Women and Gender Studies, Department of Population Sciences, Department of Television, Film and Photography, Department of Criminology and Department of Communication Disorders of the Faculty of Social Sciences, Department of Law of the Faculty of Law, Department of Psychology of the Faculty of Biological Sciences, Department of Geography and Environment of the Faculty of Earth and Environmental Sciences and five Institutes- the Institute of Social Well-fare and Research, Institute of Education and Research, Institute of Health Economics, Institute of Disaster management and vulnerability Studies and Institute of Modern Languages is also conducted through ‘Kha Unit’ under the management of this Faculty.
Distribution of classrooms for different Faculties situated at the Arts Building and allocation of space for various academic and administrative activities including Mid-term and Semester Final Examinations are scheduled by the Faculty of Arts. The maintenance of Arts Faculty Building and Lecture Theater Building is carried out by the Dean of the Faculty of Arts.
Two research journals, one in Bengali and the other in English, are published every year from the Faculty. At the initiative of the Faculty, broadband connection has been installed at the Arts Faculty Building and Lecture Theatre. In addition to these, broadband connection has been extended to all the offices of the Faculty and seminar rooms and teachers’ rooms as per their need. Internet connection has been set up at the Department of Psychology and the office of the Proctor of the university located at the Arts Building.
The historical Battola and the Aparajeyo Bangla are located at Arts Faculty campus. The responsibility of looking after these historic places mainly lies with this faculty. Also situated around here are Madhur Canteen, DUCSU Building and Dhaka University Central Library. Guruduwara Nanakshahi, the holy temple of the Shikh community, is adjacent to the faculty.
The University Authority is doing a comprehensive renovation work for the historical Arts Building and Lecture Theatre with Tk. 9,90,00000 released from the non-ADP budget of the Ministry of Education in 2015-2016 fiscal year, which was duly approved by the Ministry of Finance. It is to be noted that the construction work is about to be completed soon.
Dr. Abu Md. Delwar Hossain, Professor, Department of History, performed the responsibility as the elected Dean of the Faculty during this academic year (2016-2017).
- Department of Bengali
- Department of English
- Department of Arabic
- Department of Persian Language and Literature
- Department of Urdu
- Department of Sanskrit
- Department of Pali and Buddhist Studies
- Department of History
- Department of Philosophy
- Department of Islamic Studies
- Department of Islamic History & Culture
- Department of Information Science and Library Management
- Department of Theatre and Performance Studies
- Department of Linguistics
- Department of Music
- Department of World Religions and Culture
- Department of Dance