প্রাচীন ও শক্তিশালী শিল্প মাধ্যম মূকাভিনয়কে সারাদেশে প্রতিষ্ঠিত ও বিকশিত করার প্রত্যয়দীপ্ত সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন এবার মূকাভিনয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে সুদূর ইউরোপে। পূর্ব ইউরোপের দেশ আর্মেনিয়ার সংস্কৃতি মন্ত্রণালয় ও ইয়েরেভান স্টেট প্যান্টোমাইম থিয়েটার এর আমন্ত্রণে এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বের অন্যতম সম্মানজনক মূকাভিনয় উৎসবে যোগ দিতে যাচ্ছে মাইম অ্যাকশনের দুই সদস্যের টিম।
'লিওনিড ইয়েঙ্গিবারিয়ান ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যাল’ নামক এই উতসবটি আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ জুলাই। পাচ দিন ব্যাপী এই উৎসবে অংশ নিচ্ছে ফ্রান্স, জার্মানি, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র, আর্মেনিয়া, নাগার্নো কারাবাখ এবং বাংলাদেশের বাছাই করা মোট ১২ টি দল
বর্ণাঢ্য এই আন্তর্জাতিক উতসবের অংশীদার হতে যাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর লোকমান ও সংগঠনটির সদস্য সাইফুল্লাহ সাদেক। তারা আগামী ১৯ জুলাই ঢাকা ত্যাগ করবেন।
আন্তর্জাতিক এই উৎসবে অংশগ্রহণের অনুভূতি ব্যক্ত করলেন মূকাভিনেতা মীর লোকমান। তিনি বলেন, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশেনর ৬ বছরের পথচলায় এটি একটি বড় সাফল্য। শুরু থেকে আমাদের লক্ষ্য ছিলো দেশের মূকাভিনয়কে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। আমরা সে পথেই আছি। তার জন্য দেশে যেমন মূকাভিনয়ের ব্যাপক পরিচিতি দরকার তেমনি প্রয়োজন আন্তর্জাতিক পরিমন্ডলের অভিজ্ঞতাও। আর ইউরোপ এক্ষেত্রে প্রধান জায়গা। আমরা আর্মেনিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে সেখানে যাচ্ছি। উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের মূকাভিনয় শিল্পীরা অংশ নিবেন। তাদের সঙ্গে আমাদের ভাবে আদান প্রদান হবে। আশা করছি আমাদের মূকাভিনয় চর্চার জায়গাটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে এই উৎসবটি বিশেস ভূমিকা রাখবে।
উৎসবে প্রদর্শিত হবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের দর্শকপ্রিয় ও মীর লোকমানের নবম পূর্ণাঙ্গ একক প্রযোজনা 'ওভারকাম'। ৪০ মিনিটের এ প্রদর্শনীতে ফুটে উঠবে সমসাময়িক বিশ্বের জীবন বাস্তবতা। ব্যক্তিগত, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্রিয়া-প্রক্রিয়ার দৃশ্য চিত্রায়িত হবে। প্রযোজনাটির গল্প ভাবনা ও নির্দেশনায় মীর লোকমান এবং আবহ সংগীত ও আলোক প্রক্ষেপণে রয়েছেন সাইফুল্লাহ সাদেক।
২০১১ সালে না বলা কথাগুলো না বলেই হোক বলা’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে মূকাভিনয় সংগথন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। প্রতিস্থার পর থেকে বিভাগীয় শহর ছাড়াও দেশের বিভিন্ন জেলা এবং স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়ে অসংখ্য মূকাভিনয় প্রদর্শনী ও কর্মশালা পরিচালনা করেছে। অর্জন করেছে ব্যাপক জনপ্রিয়তা। দেশ ও বিদেশে সাড়ে তিনশটিরও বেশি প্রদর্শনীতে অংশ নিয়েছে। কয়েক মাস আগেই সংগঠনটি প্রথমবারের মতো আয়োজন করেছিলো আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবও। এর আগে গেলো বছর ভারতের একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং মূকাভিনয়ে দেশের শক্ত অবস্থান জানান দেয়।
------------------
কবি বেলাল চৌধুরী-এর মরদেহে ঢাবি উপাচার্যের শ্রদ্ধা জ্ঞাপন25/04/2018 Read more... |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের লক্ষ্যে গঠিত কমিটির সভার সিদ্ধান্ত24/04/2018 Read more... |
কবি বেলাল চৌধুরী-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক24/04/2018 Read more... |
ঢাবি কলা অনুষদের ১২৯ জন শিক্ষার্থী ও ২জন শিক্ষককে ডিন্স অ্যাওয়ার্ড প্রদান24/04/2018 Read more... |
A new trust fund established at DU23/04/2018 Read more... |
ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আনোয়ারা বেগমের মৃত্যুতে উপাচার্যের শোক22/04/2018 Read more... |
2 DU students awarded Shahid Ronoda Prasad Roy Academic Excellence Award22/04/2018 Read more... |