আজ ৯ এপ্রিল ২০১৮ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনস্থ কনফারেন্স রুমে এক জরুরী সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
উদ্ভুত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহিত হয়ঃ
“১। বিশ্ববিদ্যালয় গতকাল মধ্যরাতে মাননীয় উপাচার্যের বাসভবনে সংঘটিত ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজসহ অরাজক এবং বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এই ঘটনায় মাননীয় উপাচার্য পুলিশি বল প্রয়োগ ব্যতীত যে ধৈর্য্য, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়ে সমগ্র ঘটনা সামাল দিয়েছেন তার জন্য সিন্ডিকেটের এই সভা মাননীয় উপাচার্যকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানায়।
২। সিন্ডিকেটের এই সভা মনে করে হামলার এই ঘটনা অত্যন্ত পরিকল্পিত। উপাচার্যের বাসভবনে হামলা, উপাচার্য ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের চেষ্টা বিশ্ববিদ্যালয়ে ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির একটি অপপ্রয়াস। সভা আরো মনে করে যে, কোটা সংস্কার আন্দোলন উপাচার্যের বাসভবনে হামলার সাথে কোনভাবে সংশ্লিষ্ট হতে পারে না।
৩। সিন্ডিকেটের এ সভা উপাচার্য ভবনে হামলাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছে এবং একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের ও ক্যাম্পাসে অধিকতর নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছে।
৪। উপাচার্যের বাসভবনে সংঘটিত ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজসহ অরাজক এবং বর্বরোচিত ঘটনা খতিয়ে দেখার জন্য নিম্নলিখিত তদন্ত কমিটি গঠন করা হয়:
ক) অধ্যাপক ড. নাসরীন আহমাদ - আহ্বায়ক
প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল - সদস্য
ডীন, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ
ও সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
গ) মোসাম্মৎ নীলিমা আকতার - সদস্য
সহকারী অধ্যাপক, ইংরেজী বিভাগ
ও সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ) জনাব এস. এম. বাহালুল মজনুন - সদস্য
সিনেট ও সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
চ) অধ্যাপক মো. মোয়াজ্জম হোসেন মোল্লাহ - সদস্য
অধ্যক্ষ, ঢাকা কলেজ
কমিটি বর্ণিত ঘটনার ক্ষয়ক্ষতি নিরূপন ও দোষীদের চিহ্নিত করে আগামী দুই সপ্তাহের মধ্যে তাঁদের প্রতিবেদন পেশ করবে।
৫। সিন্ডিকেটের এই সভা কোটা সংস্কার সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে সরকারের গৃহিত পদক্ষেপের প্রতি সাড়া দিয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানায়।”
-------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
A new trust fund established at DU23/04/2018 Read more... |
ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আনোয়ারা বেগমের মৃত্যুতে উপাচার্যের শোক22/04/2018 Read more... |
2 DU students awarded Shahid Ronoda Prasad Roy Academic Excellence Award22/04/2018 Read more... |
ঢাবি রসায়ন বিভাগের ‘Strategy to Improve Food Safety in Bangladesh’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত21/04/2018 Read more... |
ঢাবি সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং ফাইন্যান্স কমিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত19/04/2018 Read more... |
মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার বঙ্গবন্ধু দেশের প্রথম রাষ্ট্রপতি: ঢাবি উপাচার্য18/04/2018 Read more... |
ঢাবি আন্তঃহল সাঁতার প্রতিযোগিতায় ছাত্র বিভাগে অমর একুশে হল এবং ছাত্রী বিভাগে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন18/04/2018 Read more... |