আগামী ১ ফেব্রুয়ারি ২০১৯ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে শুরু হতে যাচ্ছে দু’দিন ব্যাপী ‘জাতীয় কবিতা উৎসব ২০১৯’। আজ ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কবিতা উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেছে সংগঠনটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ-এর সভাপতিত্বে সংবাদ সংম্মেলনে এবারের উৎসবের আনুষ্ঠানিকতা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক তারিক সুজাত।
১ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসানের সমাধি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, একুশের গান এবং উৎসব সঙ্গীতের মধ্য দিয়ে এবারের উৎসব শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং জাতীয় কবিতা পরিষদ এর সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
মুক্ত আলোচনা ও কবিতা পাঠ, আবৃত্তিপর্ব, সেমিনার, ছড়াপাঠ, কবিতার গান ইত্যাদি নিয়ে সাজানো হবে ‘জাতীয় কবিতা উৎসব ২০১৯’। প্রত্যেকদিন সকাল থেকে শুরু হয়ে উৎসব চলবে রাত ৯টা পর্যন্ত।
উল্লেখ্য যে, স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে কবিতা উৎসবের শুরু হয় ১৯৮৭ সালে। কালের পরিক্রমায় সে উৎসব আজ আন্তর্জাতিক রূপ নিয়েছে।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
আগামী ১ ফেব্রুয়ারি ২০১৯ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে শুরু হতে যাচ্ছে দু’দিন ব্যাপী ‘জাতীয় কবিতা উৎসব ২০১৯’। আজ ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কবিতা উৎসবের আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেছে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ-এর সভাপতিত্বে সংবাদ সংম্মেলনে এবারের উৎসবের আনুষ্ঠানিকতা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক তারিক সুজাত। (ছবি: ঢাবি জনসংযোগ)
ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত17/02/2019 Read more... |
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালসমূহে কোন ছবি পোস্টার ও ব্যানার লাগানো যাবে না17/02/2019 Read more... |
40 DU students awarded Sumitomo Corporation Scholarship17/02/2019 Read more... |
Practice-dialogue workshop inaugurated at DU17/02/2019 Read more... |
Spring Festival at DU15/02/2019 Read more... |
ঢাবি অধ্যাপক আবদুল মতিন সরকারের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ14/02/2019 Read more... |
IBA becomes champion in DU Inter-Department Basketball competition11/02/2019 Read more... |