ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহের ভর্তি পরীক্ষার ফল আজ ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ দুপুরে কেন্দ্রীয় অনলাইন ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এসময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, জীববিজ্ঞান অনুষদের ডিন ও পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহের অধ্যক্ষবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ২০১৭ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছু মোট ৮ হাজার ৭৪৫ জন ছাত্রীর মধ্যে ৫ হাজার ৮৬৯জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৫ হাজার ২৭৪জন উত্তীর্ণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহে মোট আসন সংখ্যা রয়েছে ২,৪৭৫টি। পরীক্ষার ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এছাড়া, মোবাইল ফোন থেকে DU GOC
ফলাফলের পরিসংখ্যান নিম্নরূপ :
১। আবেদনকারীর সংখ্যা : ৮,৭৪৫
২। অংশগ্রহণকারীর সংখ্যা : ৫,৮৬৯
৩। অনুপস্থিত : ২,৮৭৬
৪। পাশের সংখ্যা : ৫,২৭৪
(বিজ্ঞান-৩,৪৪২, মানবিক-৮৭৪, ব্যবসায় শিক্ষা-৯৩৭, গার্হস্থ্য অর্থনীতি-২১)
৫। অনুত্তীর্ণ : ৫৮৮
৬। বাতিলকৃত : ০৭
৭। পাশের হার : ৮৯.৮৬%
(বিজ্ঞান-৯২.২৫%, মানবিক-৮৫.৪৩%, ব্যবসায় শিক্ষা-৮৫.৬৪%, গার্হস্থ্য অর্থনীতি-১০০%)
পাশকৃত শিক্ষার্থীদের আগামী ৩১ ডিসেম্বর ২০১৭ থেকে ৭ জানুয়ারি ২০১৮ পর্যন্ত ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ৩১ ডিসেম্বর ২০১৭ থেকে ৭ জানুয়ারি ২০১৮ তারিখের মধ্যে জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৭ ডিসেম্বর ২০১৭ থেকে ২ জানুয়ারি ২০১৮ পর্যন্ত জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
----------------
(ড. নূর-ই-ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহের ভর্তি পরীক্ষার ফল আজ ২৬ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ দুপুরে কেন্দ্রীয় অনলাইন ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)
রাষ্ট্রবিজ্ঞান বিভাগরে অধীনে মাস্টার ইন গভার্নেন্স স্টাডিজ (এমজিএস) ৯ম ব্যাচ ১ম সেমিস্টার ভর্তি বিজ্ঞপ্তিRead more... |
Master of Professional Human Resource Management (MPHRM) ৬ষ্ঠ ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তিRead more... |
পবিত্র শব-ই-বরাত উপলক্ষ্যে আগামী ০২ মে, ২০১৮ তারিখ অত্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ ছুটি থাকবেRead more... |
আগামী ২৯ এপ্রিল ২০১৮ তারিখ অত্র বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ ছুটি থাকবেRead more... |
বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিবর্তনRead more... |
ঢাবি শক্তি ইনস্টিটিউটের ‘MS in Renewable Energy Technology’ কোর্সের ভর্তি পরীক্ষা ২১ এপ্রিল ২০১৮Read more... |
১১তম ব্যাচ ডিপ্লোমা ও সার্টিফিকেট ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট-২০১৮ প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তিRead more... |
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের এমএ (ইভনিং) প্রোগ্রামের ২০১৮ সালের ৩০তম ব্যাচের (মে-আগষ্ট ২০১৮ সেমিস্টার) ভর্তি বিজ্ঞপ্তিRead more... |
Admission Announcement for 3rd Batch Professional MS in Renewable Energy Technology (PMRET)Read more... |
Admission Announcement for 3rd Batch MS in Renewable Energy Technology (MRET)Read more... |